হাজরায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের কর্মসূচিতে পুলিশি হামলা, অসুস্থ বেশ কয়েকজন

ফের একবার কলকাতায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভে হামলা চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। শনিবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি যেতে চাইলে তাদের হাজরা মোড়েই আটকে দেয় পুলিশ। টেনে হেঁচড়ে পশুর মতো তাদের তোলা হয় প্রিজন ভ্যানে। পুলিশি নির্যাতনে জ্ঞান হারান বেশ কয়েকজন চাকরিপ্রার্থী।

শনিবার দুপুরে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানের কর্মসূচি ছিল গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের। খবর পেয়ে তৈরি ছিল পুলিশও। আন্দোলনকারীরা যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে বেরোতেই তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন। টেনে হিঁচড়ে পশুর মতো তাঁদের প্রজন ভ্যানে তোলার চেষ্টা করেন পুলিশকর্মীরা। তবে পুলিশের পেশিশক্তির সামনে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। 

এরই মধ্যে চিৎকার করে এক চাকরিপ্রার্থী বলতে থাকেন, চাকরি চুরি করে নবান্নে বসে আছেন মুখ্যমন্ত্রী। আর আমাদের ওপর পুলিশ লেলিয়ে দিয়েছেন। আরেকজনকে বলতে শোনা যায়, ৬ বছর ধরে নিয়োগের দাবিতে অনেক আন্দোলন করেছি। আর পারছি না দাদা। এসবের মধ্যেই টানা-হেঁচড়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। তাদের চ্যাংদোলা করে এনে রাস্তার এক পাশে বসিয়ে দেন পুলিশকর্মীরা।