Video: নদীতে ডুবে যাচ্ছে কিশোর, চারপাশে হিংস্র কুমীর,দেবদূতের মতো কারা এলেন তখন?

ভাবা যায়। এই ভিডিয়ো দেখে হাত পা ঠাণ্ডা হয়ে যাওয়ার অবস্থা। ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে নদীতে ডুবে যাচ্ছে এক কিশোর। আর যে নদীতে সে ডুবছে সেখানে থিকথিক করছে কুমীর।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে ওই কিশোর। নদীর স্রোতও তীব্র। আর তার চারপাশে ঘুরছে হিংস্র কুমীরের দল। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায়। উদ্ধারকারী টিম দ্রুত ওই কিশোরের কাছে পৌঁছে যায়।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা দফতরের টিম দ্রুত ওই কিশোরকে বাঁচাতে নৌকা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। হাত ধরে নৌকায় টেনে তোলে ডুবতে বসা কিশোরকে। অনেকের দাবি এটা চম্বল নদীর ছবি। তবে হিন্দুস্তান টাইমস বাংলা এব্যাপারে নিশ্চিত হতে পারেনি।

 

উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক শচিন কৌশিক এই ক্লিপটা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, একেবারে যেন সিনেমার দৃশ্য। চম্বল নদীতে ডুবে যাচ্ছিল ওই কিশোর। পেছনেই কুমীর। সঠিক সময়ে উদ্ধারকারী টিম পৌঁছে যায়। এরপর হাত ধরে টেনে তোলেন তাকে। স্যালুট।

বাস্তবিকই একেবারে হাড়হিম করা ভিডিয়ো। ওই কিশোর ভেসে থাকার সবরকম চেষ্টা করছে। কিন্তু নদীর স্রোতে বার বার ডুবে যাচ্ছে সে। চারপাশে হিংস্র কুমীর। তারপরেও আশা ছাড়েনি সে। আর সেই সময়ই দেবদূতের মতো হাজির উদ্ধারকারী নৌকা। নেটনাগরিকরা কুর্নিশ জানিয়েছেন ওই উদ্ধারকারী টিমকে। তারা বলছেন প্রকৃত হিরোর কাজ করেছে ওই উদ্ধারকারী টিম।