RBU–তে জাত তুলে ফের শিক্ষাকর্মীকে মারধর, কর্তৃপক্ষ সক্রিয় হচ্ছে না বলে অভিযোগ

সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে জাতিগতবিদ্বেষের ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে জাতিগতবিদ্বেষের শিকার হয়েছিলেন শিক্ষা কর্মী দম্পতি। আর এবার এক শিক্ষাকর্মী ফের জাতিগতবিদ্বেষের শিকার হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুবীর মৈত্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে পরিবার। অভিযোগ, ওই শিক্ষাকর্মীকে জাত তুলে মারধর করা হয়েছে। ঘটনায় তিনি এখনও হাসপাতালে রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সহকর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন ওই শিক্ষাকর্মী। তাঁকে জাত তুলে মারধর করার পাশাপাশি তাঁর টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। ওই শিক্ষাকর্মীর  নাম নিমাই কর্মকার। ঘটনায় তিনি আহত হয়েছেন। তারপর থেকেই আরজিকর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন। তাঁর স্ত্রী এই ঘটনায় সিঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন। নিমাই বাবুর পরিবারের অভিযোগ, প্রথমে তারা এই ঘটনার পরে রেজিস্ট্রারের কাছে অভিযোগ জানাতে চেয়েছিলেন। তাঁদের দাবি, দিনের পর দিন তাঁকে এভাবে অপমান করা হচ্ছিল। তিনি সে কথা জানিয়েছিলেন তাঁর স্ত্রীকে। ঘটনায় তাঁর অভিযোগ জানাতে চায়ছিলেন। কিন্তু, তাতে আপত্তি জানিয়েছিলেন নিমাই বাবু। আর তারপরেই এই ঘটনার পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা দেখা করলে অভিযোগ শুনতে চাননি রেজিস্ট্রার। তিনি বিটি রোডের ক্যাম্পাসে দেখা করতে বলেন তাঁদের।

এক্ষেত্রে এত দিনের কর্মী হওয়া সত্ত্বেও তাঁর প্রতি কোনও সহানুভূতি নেই বলে অভিযোগ পরিবারের সদস্যদের। পরে তাঁরা বিটি রোডের ক্যাম্পাসে উপাচার্য শুভ্রকুমার মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন এবং অভিযোগ জানান। পরে তাঁর নির্দেশে রেজিস্ট্রার অভিযোগ জমা নেন। যদিও রেজিস্ট্রারের কোনও প্রতিক্রিয়া এ বিষয়ে পাওয়া যায়নি। তবে এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য।

এখন বারবার বিশ্ববিদ্যালয়ে কেন এ ধরনের ঘটনা ঘটছে? তাই নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মী পড়ুয়াদের একাংশ। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষের গা ছাড়া মনোভাবের কারণে এই ধরনের জাতিগত হিংসা বাড়ছে। যদিও এ বিষয়ে অভিযোগ উঠেছে এসটি-এসসি সেলের কাজ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ফলে সেক্ষেত্রে এই সেলকে আরও শক্তিশালী করার প্রয়োজন। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক সমিতি আরবুটা এই সেলকে আরও শক্তিশালী সক্রিয় করার পাশাপাশি অভিযোগ পেলে তার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।