Durga Pujo: খুলেই ফেলা হল মহম্মদ আলি পার্কের প্যান্ডেল,পুজো কি বন্ধ হয়ে গেল?

প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু অনিশ্চয়তাটা থেকেই গিয়েছিল। অবশেষে মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ খুলে ফেলার কাজ শুরু হয়ে গেল। তবে কলকাতার দুর্গাপুজোর মানচিত্রের সঙ্গে বরাবরই জড়িয়ে রয়েছে মহম্মদ আলি পার্কের পুজো। কিন্তু সেই পুজোর প্যান্ডেলই এবার খুলে ফেলা হল। কিন্তু কেন এই সিদ্ধান্ত?

পুরসভা সূত্রে খবর, যেখানে মণ্ডপটি তৈরি করা হচ্ছিল তার নীচেই রয়েছে ব্রিটিশ আমলে তৈরি জলাধার। সেকারণে আর কোনও ঝুঁকি নিতে চায়নি কলকাতা পুরসভা। ওখানে প্য়ান্ডেল তৈরিতে আপত্তি জানিয়ে সংশ্লিষ্ট পুজো উদ্য়োক্তাদের জানিয়ে দেওয়া হয়। কারণ ব্রিটিশ আমলের তৈরি ভূগর্ভস্থ জলাধারটির ইঁটের গাঁথনি রয়েছে। ওখানে মণ্ডল হলে বড় বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

এদিকে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছিল, ভেতরে মণ্ডপ হলেও সেখানে দর্শনার্থীদের যেতে দিলে হবে না। অন্যদিকে পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হয় এভাবে মণ্ডপ নির্মাণ করে কাজের কাজ কিছু হবে না। এনিয়ে টানাপোড়েনও চলেছে। পুজো উদ্যোক্তাদের একাংশের মতে, যখন খুঁটি পুজো হয়েছিল তখন কেন বলল না পুরসভা। তাহলে এই পরিস্থিতি তৈরি হত না। 

তবে শেষ পর্যন্ত পুরসভার চাপে খুলে ফেলা হচ্ছে মণ্ডপ। এখানেই প্রশ্ন তবে কি পুজোটাই বন্ধ হয়ে যাচ্ছে? উদ্যোক্তারা জানিয়েছেন ওখানে মণ্ডপ হচ্ছে না। ফুটপাতের আট ফুট আর পার্কের ভেতর ১২ ফুট অংশ নিয়ে ছোট করে মণ্ডপ তৈরি হবে। সব মিলিয়ে মণ্ডপের আয়তন হচ্ছে মোটামুটি ২০ ফুট। সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে প্যান্ডেলের মুখ থাকবে। তবে সব মিলিয়ে মন ভালো নেই পুজো উদ্য়োক্তাদের।