শাহের শহরে আসার আগের দিনই চাঞ্চল্যকর পোস্ট কুণালের

এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) চাঞ্চল্যকর পোস্ট করেছেন কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রের দাবি, রাজ্যের এক শীর্ষস্থানীয় ব্যক্তির বিরুদ্ধে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠছে। এ নিয় তদন্তের জন্য পুলিশ ইতিমধ্যেই সক্রিয় হয়েছে।

এক্সে কুণাল লিখেছেন, ‘রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের মারাত্মক অভিযোগ উঠেছে। ঘটনাস্থল দিল্লি। অভিযোগকারিণীর চেন্নাই, কোচি, দিল্লিতে যাতায়াত আছে। অভিযুক্ত সাংবিধানিক রক্ষাকবচে আছেন। নগরপাল অভিযোগের চিঠিসহ ফাইল নবান্ন সচিবালয়ে পাঠিয়েছেন।’

কে ওই ব্যক্তি, কুণাল তাঁর পোস্টে কিছু খোলসা করেননি। শুধু লিখেছেন,’আপাতত এইটুকু।’ তবে কে ওই ব্যক্তি তা নিয়ে জল্পনা নানা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিকমহলে। পুজোর বাজারে এই পোস্ট কেন? তা নিয়েও চর্চা চলছে।

সোমবারই রাজ্য আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধন করবেন তিনি। আবার ওই দিনই একদিনের বিধানসভার অধিবেশনে ডাক দিয়েছে রাজ্য সরকার। ওই অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তার আগের দিনই কুণাল ঘোষে এই পোস্ট তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, শুক্রবার দিনই প্রকাশ্যে আসে, সোমবার একদিনের বিশেষ অধিবেশন বসবে বিধানসভায়। সদ্য শেষ হওয়া বাদল অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেন। সেই সিদ্ধান্তকে কার্যকর করতে গেলে দু’টি বিলে সংশোধন জরুরি। তাই একদিনের বিধানসভার অধিবেশন ডেকে বিল দু’টি পাশ করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিজেপি সেই একদিনের অধিবেশনে থাকবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে। আসলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তখন অমিত শাহকে সঙ্গ দিতেই ব্যস্ত থাকবেন। তাই এসবে বাড়তি মাথা ঘামাতে নারাজ।