মোদীকে পরামর্শ দিতে পারবেন আপনিও, পথ জানিয়ে বড় আবেদন বঙ্গ বিজেপির

সামনেই লোকসভা ভোট। তার আগে একেবারে কোমর বেঁধে ময়দানে নামছে একের পর এক রাজনৈতিক দল। তার মধ্য়েই বিহারের মুখ্য়মন্ত্রীর নেতৃত্বে জেডিইউ আবার শিবির বদল করে এনডিএতে চলে গিয়েছে। অনেকের মতে, সামগ্রিক পরিস্থিতিতে তাল ঠুকছে এনডিএ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে সাধারণ মানুষের মন জয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। এসবের মধ্যেই এবার বঙ্গ বিজেপির পক্ষ থেকে বিশেষ আবেদন করে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে।

সেখানে লেখা হয়েছে, দেশ নির্মাণ সম্পর্কে আপনার মতামত শেয়ার করুন…উন্নত ভারতের স্বপ্ন পূরণ করুন। লোকসভা নির্বাচন ২০২৪এ বিজেপির সংকল্পপত্র কেমন হওয়া উচিত তার জন্য নরেন্দ্র মোদী অ্যাপের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীজীকে আপনার পরামর্শ পাঠান। আসুন আমরা এক সঙ্গে একটা নতুন ভারত গড়ি…

এরপরই নরেন্দ্র মোদীর অ্যাপের কথা লিঙ্ক দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তরফে।

সেই সঙ্গেই একটি ভিডিয়ো সামনে আনা হয়েছে। সেখানে মোদী জমানায় নানা উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।

 

সামনেই লোকসভা ভোট। তার আগে এবার খোদ নরেন্দ্র মোদীকে পরামর্শ দিতে পারবেন আপনিও। নরেন্দ্র মোদী অ্য়াপের মাধ্যমে এই মতামত জানাতে পারবেন আপনিও। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এনিয়ে এবার বড় ঘোষণা করল বঙ্গ বিজেপি।

লোকসভা ভোটে এবার বিজেপিকে রুখতে ইন্ডিয়া জোট তাদের মতো করে সুর চড়াতে শুরু করেছে। একের পর এক বৈঠকও হয়েছে। কিন্তু তার মধ্যেই জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে জেডিইউ। নীতীশ কুমারকে এনিয়ে নানা কটাক্ষ করা হয়েছে বিরোধীদের তরফে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইন্ডিয়া জোট সুর চড়ালেও মঞ্চের অন্দরে দেখা যাচ্ছে অনৈক্যের সুর। জোটের বিশেষ কোনও মুখকেও সামনে আনা হচ্ছে না।

অন্য়দিকে এনডিএর মুখ হিসাবে এবারও নরেন্দ্র মোদী। তাঁর ছবিকে সামনে রেখেই ভোট ময়দানে নামছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। তবে এবার খোদ সেই প্রধানমন্ত্রীকে পরামর্শ দিতে পারবেন আপনিও। সেই উপায়টা জানিয়ে দিল বঙ্গ বিজেপি।

বঙ্গ বিজেপির পক্ষ থেকে লেখা হয়েছে, লোকসভা নির্বাচন ২০২৪এ বিজেপির সংকল্পপত্র কেমন হওয়া উচিত তার জন্য নরেন্দ্র মোদী অ্যাপের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীজীকে আপনার পরামর্শ পাঠান। আসুন আমরা এক সঙ্গে একটা নতুন ভারত গড়ি…