মায়ানমার থেকে মাদক উত্তরপূর্বের পথে বাংলাদেশ যাচ্ছে! উদ্বেগ প্রকাশ মানিক সাহার

প্রিয়াঙ্কা দেব বর্মবন

উত্তরপূর্বের রাজ্যগুলিতে কোনপথে মাদক চক্রের পাচার চলছে, তা নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এক অনুষ্ঠানে যোগ দিয়ে মানিক সাহা বলেন যে, মায়ানমার থেকে আসছে মাদক। আর তা ঘুরপথে বাংলাদেশে যাচ্ছে উত্তরপূর্বের রাজ্যগুলি পার করে।

আগরতলার প্রাজ্ঞ ভবনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মানিক সাহা বলেন,’মায়ানমার থেকে মাদক আসছে। তা ঢুকছে ত্রিপুরায়। তা অসম ও মিজেরামের পথে আসছে। তারপর যাচ্ছে বাংলাদেশ।’ উত্তর পূর্বে পুলিশ আধিকারিকদের একটি দুই দিনব্যাপী কনফারেন্সে যোগ দিয়ে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি জানান, মাদক থেকে মানুষকে রক্ষা করতে ২০১৮ সাল থেকে ত্রিপুরায় বিজেপি সরকারে ‘নেশা মুক্ত ত্রিপুরা অভিযান’ এর উদ্যোগ নিয়েছে। তিনি জানান, মাদক নিয়ে সচেতনতামূলক নানান উদ্যোগ নিয়েছে ত্রিপুরার বিজেপি সরকার। ছাত্রদের নিয়ে সংগঠন গড়ে তুলে মাদক বিরোধী অভিযান থেকে এনসিবির মতো এজেন্সির সহযোগিতায় মাদকের নেশামুক্তি সমেত বহু বিধ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। এদিকে, উচ্তরপূর্বের পথে যেভাবে মায়ানমার থেকে মাদক পাচার হচ্ছে, তা নিয়ে বেশ উদ্বিগ্ন কেন্দ্র। মানিক সাহা জানান, কেন্দ্রের তরফে বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হয়েছে।

প্রসঙ্গত, গত মাসেই নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠকে অমিত শাহ উত্তরপূর্বে গিয়েছিলেন। ৭০ তম সেই কাউন্সিলের বৈঠকে দেশের স্বরাষ্ট্র বিষয়ে নানান বিষয় উঠে আসে। সেই বৈঠকে অমিত শাহ, সঠিকভাবে সীমান্তে কাঁটাতার দেওয়া, আলো, ড্রোন প্রযুক্তির ব্যবহারের কথা বলেন। এছাড়াও স্যাটেলাইট পথে সীমান্তে নজরদারি প্রসঙ্গেও অবহিত করেন অমিত শাহ। মানিক সাহা জানান, সীমান্তে সুরক্ষা বাড়াতে বিএসএফ নজরদারি বাড়ানোর কথা বলা হচ্ছে রাজ্যের তরফেও।