মধ্যপ্রদেশের হাসপাতালে বিধ্বংসী আগুন, ৪ রোগী-সহ মৃত ৮, তদন্তের নির্দেশ শিবরাজের

মধ্যপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু হল আটজনের। তাঁদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকিরা হাসপাতালের কাজ করবেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। ইতিমধ্যে অগ্নিকাণ্ডে তদন্তের নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।