‘পার্থর বান্ধবীরাও…’, SSC দুর্নীতি মামলায় তৃণমূলের ঘাড়েই দোষ চাপালেন শুভেন্দু

অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে কোনও সম্পর্ক নেই তৃণমূলের। এমনই দাবি করা হয়েছে দলের তরফে। তবে ঘাসফুল শিবিরের এই দাবি মানতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বক্তব্য, অর্পিতার সঙ্গে দলের কোনও যোগ নেই, এ কথা কেউ বিশ্বাস করবে না। শুভেন্দু বলেন, ‘সম্পর্ক নেই, এ কথা কেউ মানবে না। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী, যিনি এই চক্রের অনুঘটক ছিলেন, তাঁর সঙ্গেও তৃণমূলের সম্পর্ক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই নাকতলায় পুজোর অনুষ্ঠানে কী ভাবে অর্পিতাকে সম্বোধন করেছেন তা সকলে দেখেছেন। আমিও টুইট করেছি। শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, ওনার বান্ধবীরাও তৃণমূলের নেত্রী ছিলেন।’

এদিকে সুকান্ত মজুমদারও তৃণমূলকে তোপ দাগেন এনিয়ে। তিনি বলেন, ‘এটা হিমশৈলের চূড়ামাত্র। এ কিছুই নয়। তদন্ত যখন আরও এগোবে, যখন ইডি আরও সূত্র পাবে। তখন আরও বড় বড় অঙ্ক ধরা পড়বে। রাজ্যে চাকরি বিক্রি করেছে রাজ্য সরকার। যে টাকাগুলি দেখা যাচ্ছে ওগুলি টাকা নয়, ওগুলি রাজ্যের বেকার যুবক-যুবতীদের চোখের জল।’

এদিকে ম্যারাথন জেরা ও তল্লাশির পর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। শনিবার বিকেল নাগাদ তাঁকে টালিগঞ্জের বহুতলের আবাসন থেকে বার করে নিয়ে যান গোয়েন্দারা। বেরনোর সময় চিৎকার করে অর্পিতা বলতে থাকেন, এটা বিজেপির চক্রান্ত। অর্পিতা বলেন, অন্যায় করিনি। এটা চক্রান্ত। এটা বিজেপির চাল।