নিহত অতনুদের বাড়িতে সুজিত বসু, বিধাননগরের পুলিশ কমিশনার

সিআইডি তদন্তের নির্দেশের পরেই বাগুইআটিতে নিহত অতনু ও অভিষেকের বাড়িতে পৌঁছলেন মন্ত্রী সুজিত বসু। একই সময় সেখানে পৌঁছলেন বিধাননগরের নগরপাল সুপ্রতীম সরকার ও সিআইডির আধিকারিকরা। এদিন থেকেই জোরকদমে ঘটনার তদন্ত শুরু করল সিআইডি।

এদিন বিকেলে নিহত অতনুদের জগৎপুরের বাড়িতে যান সুজিত বসু। সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর। ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা যুব তৃণমূলের সভাপতি দেবরাজ চক্রবর্তী।

এর কিছুক্ষণ আগে অতনুদের বাড়িতে ঢোকেন বিধাননগরের নগরপাল সুপ্রতীম সরকার। সঙ্গে ছিলেন সিআইডির আধিকারিকরা।

তবে এদিন সিআইডি তদন্ত ঘোষণার পর অতনুদের বাড়িতে ঢুকতে গিয়ে প্রথমে বাধা পেতে হয় পুলিশকর্মীরা। স্থানীয়রা জানান, সিআইডি আধিকারিক ছাড়া কাউকে তারা ঢুকতে দেবেন না। যদিও পরে বিধাননগর কমিশনারেটের এক অতিরিক্ত পুলিশ সুপার এসে সমস্যা মেটান।

২ কিশোরের মৃত্যুতে ইতিমধ্যে বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে সাসপেন্ড করেছে নবান্ন। এই ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। প্রাথমিকভাবে সিআইডি তদন্তে সম্মতি জানিয়েছে পরিবার। তবে বুধবারও গ্রেফতার হয়নি মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। মঙ্গলবার গ্রেফতার হওয়া ৩ অভিযুক্তকে এদিন ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বারাসত আদালত।