অফিসে পরা যাবে না জিনস, টি শার্ট! সরকারি কর্মীদের জন্য নয়া নিষেধাজ্ঞা জারি কোথায়

কোনও মতেই সরকারি কর্মীরা আর সেখানে আর পড়তে পারবেন না ‘ক্যাজুয়াল’ পোশাক। মানে জিনস, টি শার্ট পরে সরকারি অফিসের কর্মীরা অফিসে আসতে পারবেন না। এমন নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের বারেলি প্রশাসন। বারেলির ডিস্ট্রিক্ট ম্যাজেস্ট্রেট এক নোটিসে জানিয়েছেন, যাঁরা এই ড্রেস কোডের অন্যথা করবেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শিবকান্ত দ্বিবেদী বলেন, ‘ যাতে অফিসারের মতো দেখতে লাগে, তার জন্য সরকারি কর্মকর্তাদের ফরমাল পোশাক পরতে হবে। যাঁরা ক্যাসুয়াল পোশাক পরেন তাঁরা বাইরে পরুন তা। ড্রেস কোড নিয়ে আগেও নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে ফরমাল পোশাক পরার কথা বলা হয়েছে। জিনস, টি শার্ট অফিসে চলবে না।’ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার শিব কুমার গুপ্তা এই নির্দেশের ভূয়সী প্রশংসা করেছেন। বরেলিতেই নতুন নয়। এর আগে, একাধিক রাজ্য় সরকার এই ফরমাল পোশাক নিয়ে নির্দেশ দিয়েছে। উত্তরপ্রদেশের বারেলির আগে উত্তরাখণ্ড সরকার এমন পদক্ষেপের কথা বলে। পুজোর আগে পার্লারের ভিড় দেখে ভয়? বাড়ি বসে চুল স্ট্রেইট করুন এই সহজ উপায়ে

প্রসঙ্গত, উত্তরাখণ্ডেও এর আগে সরকারি অফিসারদের জিনস ও টি শার্ট পরতে বারণ করা হয় সরকারি নির্দেশের মাধ্যমে। এছাড়াও মহারাষ্ট্র সরকারের তরফে অফিসের বিল্ডিং এ ক্যাসুয়াল পোশাক পরার ওপরেও রয়েছে নিষেধাজ্ঞা। ২০২১ সালে সিবিআই অফিসারদের জন্যও সুবোধ কুমার জয়সোয়াল এমনই পদক্ষেপ গ্রহণ করেছিলেন।