‘রেপিস্ট, অমানুষ বাবার সঙ্গে থাকা যায় না’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী তরুণী

বাংলাদেশের রাজধানী ঢাকায় এক তরুণীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। গতকাল রাজধানীর দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০ তলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী ওই তরুণী। মৃত্যুর পর তার বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তাতে নিজের বাবাকে ‘রেপিস্ট’, ‘অত্যাচারী’ এবং ‘অমানুষ’ বলে উল্লেখ করেছেন ওই তরুণী। তার লেখা এই সুইসাইড নোট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবা মায়ের সঙ্গেই থাকতেন ওই তরুণী। গতকাল বেলা সাড়ে ১২টা নাগাদ ওই বহুতল থেকে তিনি ঝাঁপ দেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তদন্তে নামে পুলিশ ঘটনাস্থল থেকে যে সুইসাইড নোট উদ্ধার করেছে তা দেখে আঁতকে ওঠেন পুলিশ কর্মীরা।

সুইসাইড নোটে মৃত্যুর জন্য নিজের বাবাকেই দায়ী করে ওই তরুণী লিখেছেন, ‘মৃত্যুর জন্য আমার বাবার দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায় কিন্তু অমানুষের সাথে না। একজন রেপিস্ট এবং অত্যাচারী যে কাজের মেয়েকেও ছাড়ে না আমি তার করুণ ভাগ্যের সূচনা।’ সুইসাইড নোট উদ্ধার হওয়ার পরে তরুণীর মা স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন। তিনি বিচারের দাবি জানিয়েছেন। এই ঘটনায় তরুণীর বাবার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ রুজু করেছে পুলিশ। একই সঙ্গে তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি তরুণী মৃত্যুর আগে সুইসাইড নোট যে সমস্ত অভিযোগ তুলেছেন তা খতিয়ে দেখছে পুলিশ।