মানিক ভট্টাচার্যের জমানা শেষ, প্রাথমিক টেট মামলায় মন্তব্য বিচারপতির

প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত হতে চেয়ে প্রশিক্ষণরত টেট পাশ প্রার্থীদের আবেদন গ্রহণ করল না হাইকোর্ট। এই মামলায় যুক্ত হতে চাওয়ায় বুধবার হাইকোর্টের চরম ভর্ৎসনার মুখে পড়েন মামলাকারীদের আইনজীবী। আদালতকে ভুল পথে পরিচালনার চেষ্টা হচ্ছে বলে আইনজীবীকে বিপুল অংকের জরিমানা করার হুঁশিয়ারি দেন বিচারপতি।

সম্প্রতি প্রাথমিক নিয়োগ মামলায় উঠে আসে, এখনো বিভিন্ন স্কুলে ২৯২৯টি শূন্যপদ রয়েছে। ওদিকে টেট পাশ ও প্রশিক্ষিত চাকরিপ্রার্থীর সংখ্যা মাত্র ২৫২ জন। এর পরই এই মামলায় যুক্ত হতে চেয়ে আদালতে আবেদন করেন বেশ কয়েকজন প্রশিক্ষণরত টেট পাশ যুবক যুবতী। এদিন সেই আবেদন নিয়ে শুনানির সময় রীতিমতো ক্ষুব্ধ হন বিচারপতি।

দেবীর পায়ের কাছে লুটোপুটি খাচ্ছে ভাইরাসুর, পুজোর কুমোরটুলিতে নয়া চমক

এদিন বিচারপতিকে বলতে শোনা যায়, মানিক ভট্টাচার্যের জমানা শেষ। এভাবে আদালতের সময় নষ্ট করবেন না। বিচারপ্রক্রিয়াকে ভুল পথে পরিচালনার চেষ্টা করবেন না। তাহলে বড় অংশের জরিমানা করতে বাধ্য হবো। আপনাদের কোনও বক্তব্য থাকলে আলাদা মামলা করুন। আদালত আপনাদের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনবে।

যদিও শেষ পর্যন্ত জরিমানা করেননি বিচারপতি। আদালতের ভর্ৎসনা শুনে আবেদন প্রত্যাহার করে নেন ওই আইনজীবী।