নরকও লজ্জা পাবে! মহিলাদের উপর যা করছে তালিবান, হাড়হিম Report

যবে থেকে আফগানিস্তান তালিবানের দখলে এসেছে তবে থেকেই নানা ধরনের হাড়হিম ঘটনার কথা শোনা যায়। তবে এবার যে ঘটনার কথা সামনে আসছে তার এককথায় নারকীয়। হাড়হিম বললেও খুব কম বলা হয়। তালিবান জমানায় আফগানিস্তানে নারীদের অধিকার কার্যত তলানিতে। তবে এবার একাধিক মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এবার তালিবান নারীদের মাথা কেটে নদীতে সহ বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছে। এতটাই ভয়াবহ পরিস্থিতি।

বলা হচ্ছে ৩৩২৯ ক্ষেত্রে আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হয়েছে। গত বছরের জানুয়ারি মাস পর্যন্ত মানবাধিকারকে লঙ্ঘনের ঘটনা ছিল ১৯৭৭টি। তার মধ্যে খুন, জখম করা, জনতার সামনে বিরাট শাস্তি দেওয়ার মতো ঘটনাও রয়েছে।

 

তবে এনিয়ে একটি সমীক্ষা হয়েছিল। সেখানে বলা হচ্ছে তালিবান নৃশংসভাবে মহিলাদের খুন করার ছক কষেছিল। এমনকী সেই ঘটনা নাকি বাড়ছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত আফগান মহিলাদের খুন করা হয়েছে একাধিকক্ষেত্রে। এমনকী ভয়ানক নৃশংসতার সঙ্গে খুন করা হয়েছে। ২০২২ সালের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ১৮৮ সেরকম ঘটনা হয়েছে। তার মধ্য়ে রয়েছে মহিলাদের গলা কেটে দেওয়া হয়েছে, শিরশ্ছেদ, বন্দুক দিয়ে খুন, ছুরি মারা, আর সেই দেহ কখনও নদীতে কখনো আবার রাস্তায় রেখে দেওয়া হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে নৃশংসতার চিহ্ন রয়েছে সেই শরীরে।

আফগান উইটনেস প্রজেক্টের ডেভিড অসবর্ন জানিয়েছেন, তালিবান আগে মেয়েদের অধিকার রক্ষায় নানা প্রতিশ্রুতি দিত। কিন্তু আমরা দেখছি নারী হত্যার সংখ্য়া ক্রমেই বাড়ছে। জনতার মধ্যে তাদের হত্য়া করা হচ্ছে। তবে সব কেস যাচাই করা সম্ভব হয়নি।