দুর্নীতি নয়, CAA নিয়ে বেফাঁস কথা নয়, চিন্তন শিবিরে নির্দেশ BJP নেতাদের

তৃণমূলকে হঠাতে গিয়ে তৃণমূলের মতো হওয়া যাবে না। দূরে থাকতে হবে দুর্নীতি থেকে। রাজ্য বিজেপির তিন দিনের চিন্তন শিবিরের দ্বিতীয় দিনে স্পষ্ট বার্তা দিল দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সঙ্গে CAA নিয়ে দলের কোনও নেতা, বিধায়ক বা সাংসদ আলটপকা মন্তব্য না করেন এব্যাপারেও সতর্ক করা হয়েছে।

সোমবার থেকে রাজারহাটের বৈদিক ভিলেজে শুরু হয়েছে বিজেপির চিন্তন শিবির। মঙ্গলবার ছিল শিবিরের দ্বিতীয় দিন। শিবিরে হাজির ছিলেন রাজ্যের পর্যবেক্ষক সুনীল বনসল। রয়েছেন রাজ্য বিজেপির ছোট বড় নেতারা। সেখানেই দুর্নীতির ব্যাপারে দলের রাজ্য নেতৃত্বকে কড়া বার্তা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

বিজেপি সূত্রের খবর, কী করে তৃণমূলকে ক্ষমতাচ্যূত করতে হবে তা নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমন সতর্ক করা হয়েছে দুর্নীতি নিয়ে। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বিজেপির রাজ্য নেতৃত্বকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ছোটখাটো দুর্নীতিতেও জড়ানো যাবে না। কল্যাণী এইমসে নিয়োগে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে যে স্বজনপোষণের অভিযোগ উঠেছে, তেমন অভিযোগ যেন আর না ওঠে এব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে নেতা ও জনপ্রতিনিধিদের।

সেপ্টেম্বরে ৩টে নিম্নচাপ, পুজোর মুখে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, ভাসতে পারে শারদোৎসবও

একই সঙ্গে নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, CAA নিয়ে যেন কোনও বিতর্কিত মন্তব্য না করেন কোনও নেতা। সম্প্রতি হরিণঘাটার সাংসদ অসীম সরকার CAA নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করেন। এমনকী বলেন, চলতি বছরেই রাজ্যে কার্যকর হবে CAA. বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, CAA বিষয়টি বিজেপির ভোটবাক্সের জন্য অত্যন্ত স্পর্শকাতর। উপযুক্ত সময়ে রাজ্যে CAA লাগু করবে কেন্দ্রীয় সরকার। এব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ ছাড়া কেউ যেন কোনও মন্তব্য না করেন।