আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে কি? সোমবার থেকে জরিমানা দিতে হবে?

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা কি বাড়ানো হচ্ছে? আপাতত কেন্দ্রের তরফে তেমন কোনও তথ্য জানানো হয়নি। রবিবার রাত ১১ টা ৩০ মিনিট নাগাদ আয়কর দফতরের তরফে শেষবার্তায় জানানো হয়েছে, রাত ১১ টা পর্যন্ত ৬৭,৯৭,৬০৭ টি আয়কর রিটার্ন জমা পড়েছে।

২০২১-২২ অর্থবর্ষের আয়কর রিটার্ন ফাইলের শেষদিন ছিল ৩১ জুলাই। যে সময়সীমা ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে। সেই সময়সীমা বাড়ানো হবে নাকি বাড়ানো হবে না, সে বিষয়ে জানানো হয়নি। রাত ১১ টা ৩৮ মিনিটে আয়কর দফতরের অ্যাকাউন্ট থেকে যে টুইট ভেসে এসেছে, তাতে জানানো হয়েছে, রবিবার রাত ১১ টা পর্যন্ত ৬৭,৯৭,৬০৭ টি আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে। শেষ এক ঘণ্টায় (১০ টা থেকে ১১ টায়) জমা পড়েছে ৪৫০,০১৩ টি আয়কর রিটার্ন।

আরও পড়ুন: Rules Changing from 1st August: ব্যাঙ্কে লেনদেন, EMI বৃদ্ধি থেকে ITR জরিমানা – ১ অগস্ট থেকে বদল কোন কোন নিয়মে?

এমনিতে গত ২২ জুলাই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব সচিব তরুণ বাজাজ জানিয়েছিলেন, আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর পরিকল্পনা করছে না কেন্দ্র। যদিও একটি মহলের তরফে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির দাবি তোলা হচ্ছিল। এখনও পর্যন্ত সেই পথে হাঁটেনি কেন্দ্র। তাই নিয়ম মোতাবেক, আজ (সোমবার) রাত ১২ টা থেকে আয়কর রিটার্ন দাখিল করলে করদাতাদের গুনতে হবে জরিমানা। 

আরও পড়ুন: ITR Filing last date: ৩১ জুলাইয়ের মধ্যে কর না দিলেই শাস্তির খাঁড়া! কতদিন পরে কত টাকা জরিমানা?

কাদের কত জরিমানা গুনতে হবে?

যে করদাতাদের বার্ষিক আয় পাঁচ লাখ টাকার কম, তাঁরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। যাঁদের আয় পাঁচ লাখ টাকার বেশি, তাঁদের জরিমানা দিতে হবে ৫,০০০ টাকা।