স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে বরাবরই সওয়াল করে এসেছে বিজেপি। আর বৃহস্পতিবার লালকেল্লা থেকে মোদী জানান, বর্তমানে দেশে যে দেওয়ানি বিধি আছে, তা সাম্প্রদায়িক। তাতে দেশে ভেদাভেদ সৃষ্টি হয়। যা ভারতের সংবিধানের মূল ধারার পরিপন্থী বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, ‘এখন আমাদের ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধির পথে হাঁটতে হবে। তখনই ধর্মের ভিত্তিতে দেশে যে ভেদাভেদ হচ্ছে, সাধারণ মানুষ যে নিজেদের বঞ্চিত মনে করেন, তা থেকে মুক্তি মিলবে।’
‘এখন সাম্প্রদায়িক সিভিল কোড আছে’
লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে বারবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বারবার আলোচনা করেছে সুপ্রিম কোর্ট। অনেকবার নির্দেশ দিয়েছে। কারণ দেশের একটা বড় অংশের মানুষ মনে করেন, আমরা যে দেওয়ানি বিধির মধ্যে আছি, সেটা একদিক থেকে তো সাম্প্রদায়িক সিভিল কোড। বিভেদের সিভিল কোড। আর সেটার মধ্যে সত্যতাও আছে।’
‘ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি থাকা উচিত’
ধর্মনিরপেক্ষ বা অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রী বলেন, ‘সংবিধানের যখন ৭৫ তম বর্ষ উদযাপন করছি আমরা, (তখন ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি থাকা উচিত)। সংবিধানের মূল ভাবনাও আমাদের যে কাজটা করতে বলে, দেশের সুপ্রিম কোর্টও আমাদের যে কাজটা করতে বলে, আর সংবিধান নির্মাতাদের যে স্বপ্ন ছিল, সেটা পূরণ করার দায়িত্ব আছে আমাদের। আমি চাই যে এই বিষয়টি নিয়ে দেশে ব্যাপকভাবে আলোচনা করা হোক। প্রত্যেকেই নিজেদের মতামত প্রদান করুক।’
বিভেদকারী আইনের জায়গা নেই দেশে, সাফ কথা মোদীর
প্রধানমন্ত্রী বলেন, ‘যে সব আইন ধর্মের ভিত্তিতে দেশের মধ্যে বিভেদ করে, যে আইনগুলি দেশের উচ্চ-নিম্নের মধ্যে ভাগ করে দেয়, সেই আইনের কোনও জায়গা নেই দেশে। তাই তো আমি বলব, সময়ের দাবি হল যে দেশে এখন ধর্মনিরপেক্ষ সিভিল কোড তৈরি করা হোক।’
সেইসঙ্গে তিনি বলেন, ‘আমরা সাম্প্রদায়িক সিভিল কোডের আওতয় থেকেছি ৭৫ বছর। এখন আমাদের ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধির পথে হাঁটতে হবে। তখনই ধর্মের ভিত্তিতে দেশে যে ভেদাভেদ হচ্ছে, সাধারণ মানুষ যে নিজেদের বঞ্চিত মনে করেন, তা থেকে মুক্তি মিলবে।’