তেলেঙ্গানায় ক্ষমতায় এলে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) নেতাকে রাজ্যের মুখ্যমন্ত্রী করবে বিজেপি। রাজ্যে ভোট প্রচারে গিয়ে এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সূর্যপেটে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে শাহ ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর বিরুদ্ধে গত সাড়ে নয় বছরে দলিত, আদিবাসী এবং ওবিসিদের প্রতারণা করার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘বিআরএস আসলে গরিব এবং দূর্বল শ্রেণির বিরোধী। কারণ, প্রতিটি দলিত পরিবারের জন্য তিন একর জমি বণ্টনের-সহ তাদের উন্নতির জন্য করা প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে করিয়ে দেন, বিআরএস সভাপতি কে চন্দ্রশেখর রাও ২০১৪ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁর দল ক্ষমতায় গেলে একজন দলিতকে মুখ্যমন্ত্রী করবেন। কিন্তু তিনি এই প্রতিশ্রুতি পালন করেননি। শাহ বলেন, ‘তিনি এখন তাঁর ছেলে কে টি রামা রাওকে তাঁর উত্তরসূরি হিসাবে উপস্থাপিত করার চেষ্টা করেছেন।’
তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে ওবিসি নেতাকে মুখ্যমন্ত্রী করবে। কেসি আর কি এরকম কোনও ঘোষণা করতে পারবেন? তাঁর শাসনকালে ওবিসিদের জন্য কিছুই করেনি কেসি আর। ’
(পড়তে পারেন। ২০২৯-এ কি ‘এক দেশ এক নির্বাচন’ কার্যকর হবে? কী বলছে প্যানেল)
কংগ্রেস এবং বিআরএসকে পরিবার-ভিত্তিক দল হিসাবে বর্ণনা করে শাহ বলেন, কংগ্রেসের একমাত্র উদ্দেশ্য ছিল রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করা এবং কেসিআরের উদ্দেশ্য হল তাঁর ছেলে কে টি আরকে মুখ্যমন্ত্রী করা। তিনি বলেন, ‘বিজেপিই একমাত্র দল যারা জনগণের কল্যাণ এবং দেশের উন্নয়নের জন্য চেষ্টা করে।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন বিজেপি আদিবাসীদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারই আদিবাসীদের জন্য উপজাতীয় দেবতা সম্মাক্কা এবং সরলাম্মার নামে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অনুমোদন করেছে’।
শাহ বলেন, কৃষ্ণা জল বণ্টনে তেলেঙ্গানার প্রতি ন্যায়বিচার করতে ‘কৃষ্ণা জল বিরোধ ট্রাইব্যুনালের’ শর্তাবলী আপডেট করার ঘোষণা করেছে। তিনি বলেন, ‘আমরা তেলেঙ্গানার কৃষকদের সাহায্য করার জন্য একটি জাতীয় বোর্ড তৈরি করার পদক্ষেপ করেছি। আমরা জল জীবন মিশনের অধীনে প্রতিটি বাড়িতে নিরাপদ পানীয় জল সরবরাহ করছি।’
শাহ বলেন, মোদি সরকার রেকর্ড সময়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শেষ করে একটি নতুন ইতিহাস তৈরি করেছে এবং সূর্যপেটের জনগণকে জানুয়ারীতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানান তিনি।