বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই সংগঠন চরম মজবুত করতে হবে। একুশের বিধানসভা নির্বাচন থেকে শুরু করে বঙ্গে যত নির্বাচন–উপনির্বাচন হয়েছে তাতে গোহারা হেরেছে বিজেপি। আবার বিজেপি বিধায়ক–সাংসদ থেকে পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই আবহে আর এসব মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি। এখন থেকে ‘কথা কম বলে, কাজ বেশি করতে হবে’ বলে নয়া স্ট্র্যাটেজি বাতলে দিয়েছেন জেপি নড্ডা বলে সূত্রের খবর। লোকসভা নির্বাচনের আগে দলীয় নেতা–কর্মীদের এই পরামর্শই দিয়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।
এদিকে প্রধানমন্ত্রীর আবেদন অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় বঙ্গ–বিজেপির নেতা এবং কর্মীরা ডিপি বদল করতে শুরু করেছে। এবার ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগী হয়েছে বঙ্গ–বিজেপি। দু’দিনের পঞ্চায়েত রাজ সম্মেলনে বাংলায় এসেছিলেন জেপি নড্ডা। দলীয় কর্মীদের চাঙ্গা করা এবং লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিশেষ পরামর্শ দিলেন মোদীর এই সেনাপতি। আইনশৃঙ্খলা–সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করলেন তিনি। তবে দলকে কীভাবে মানুষের কাছাকাছি পৌঁছতে হবে সেটার স্ট্র্যাটেজিও বাতলে দিলেন তিনি। অমিত শাহের মতো জেপি নড্ডাও লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫টি আসনের টার্গেট দিয়ে গেলেন। সেটা সম্ভব হবে তো? উঠছে প্রশ্ন।
অন্যদিকে জাতীয় গ্রন্থাগারের ভাষাভবনে উপস্থিত হয়ে বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন জেপি নড্ডা। সেখানে নড্ডা বলেন, ‘আপনারা আমাদের ফ্রন্টাল অর্গানাইজেশন। আপনাদের বিশেষ দায়িত্ব রয়েছে। পার্টিকে বড় করতে মোর্চারই সবচেয়ে অবদান থাকে। মহিলা মোর্চা সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে শুরু করুন। যুবমোর্চা ক্লাব সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখুন। কিষাণ মোর্চা কিষাণ মান্ডিগুলিতে গিয়ে যোগাযোগ বাড়ান। কেন্দ্রীয় সরকারের যোজনার কথা বলুন। সংখ্যালঘু মোর্চা সবকা সাথ সবকা বিকাশের কথা গিয়ে বলুন।’
আরও পড়ুন: স্বয়ংক্রিয় যন্ত্রে হতে চলেছে প্রতিমার বিসর্জন, উদ্বোধনের পরিকল্পনা চলতি বছরেই
আর কী জানা যাচ্ছে? বাংলায় এসে জেপি নড্ডা বুঝেছেন এখানে সংগঠনের হাল খুব একটা মজবুত নয়। তাই শুধু চিৎকার করে, সরকারের সমালোচনা করে লাভ হবে না। এটা বুঝতে পেরেই বিকল্প স্ট্র্যাটেজি বাতলে দেন। তিনি বৈঠকে নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘শুধু রাজ্য সরকারকে গালিগালাজ করে জনসমর্থন বাড়বে না। তাদের ভুল কাজকে জনসমক্ষে আনতে হবে। তার জন্য কথা কম বলে, কাজ বেশি করতে হবে। সেটা না হলে কোনও কিছুই সম্ভব নয়। এভাবেই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ এমনই কথাই বলেছেন নড্ডা বলে সূত্রের খবর। এই বিষয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে বলেন, ‘আজকের বৈঠক খুব গুরুত্বপূর্ণ ছিল। লোকসভা নির্বাচনের আগে স্ট্র্যাটেজি ঠিক করতে এসেছেন আমাদের সর্বভারতীয় সভাপতি। সেই অনুযায়ী কথা বলেছেন সবার সঙ্গে।’