হাতে আর তিনদিন। তারপরই রাজ্যের মেগা ইভেন্ট ‘জনগর্জন সভা’। তা নিয়ে জেলায় জেলায় প্রস্তুতি চরমে উঠেছে। ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের বড় সভা। তাও লোকসভা নির্বাচনের প্রাক্কালে। সুতরাং এখান থেকে চরম বার্তা দেওয়া হবে। আর তার আগে আজ, বৃহস্পতিবার কলকাতার বুকে মিছিল করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের আগে আবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে এই মিছিল নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। কারণ বিজেপির বিরুদ্ধে কড়া বার্তা দিতেই এই মিছিল বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রথমসারির সব নেতা– নেত্রীই এখানে উপস্থিত থাকবেন। শহরে একটা যানজট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে যাতে সেটা না হয় তা দেখতে আগাম ট্রাফিককে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। আজ, বৃহস্পতিবার কলকাতায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো। সেই মিছিলে হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর অলআউট খেলার বার্তা দেওয়া হবে।
আরও পড়ুন: সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, সন্দেশখালি কাণ্ডে ধাক্কা
অন্যদিকে এখন দুয়ারে লোকসভা নির্বাচন। প্রধানমন্ত্রী বাংলায় আসতে শুরু করেছেন। বিজেপির অন্যান্য নেতারাও আসবেন বলে সূত্রের খবর। তার মধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন আর তিনি বিচারপতি পদে নেই। তার উপর তৃণমূল কংগ্রেস এবং বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল। এই আবহে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ১০ মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। যার নাম, ‘জনগর্জন সভা’। এই বিষয়ে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বক্তব্য, ‘বাংলার গর্জন কি, তার একটা ট্রেলার বহিরাগত, বাংলা বিরোধীরা ১০ মার্চ কলকাতায় দেখবে। গোটা সিনেমাটা লোকসভা নির্বাচনে দেখবে।’
এছাড়া সন্দেশখালির ঘটনা নিয়ে বিজেপি পালে হাওয়া টানতে চাইছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই রাজ্যে নিয়ে এসে সন্দেশখালি ইস্যুতে মন্তব্য করিয়ে দেওয়া হয়েছে। এমনকী সেখানকার কয়েকজন মহিলাকে নিয়ে এসে গোটা সন্দেশখালি তাদের পাশে আছে দেখাতে চেয়েছে। এবার বসিরহাট লোকসভা কেন্দ্র জিতবে বলে প্রচার করতে শুরু করেছেন বিজেপি নেতারা। অথচ মণিপুরে মহিলাদের উপর নারকীয় অত্যাচার হলেও আজ পর্যন্ত সেখানে যাননি প্রধানমন্ত্রী। বিলকিস বানোর গণধর্ষণে অভিযুক্তদের গুজরাট সরকার ছেড়ে দিয়েছিল। ধরে আনে সুপ্রিম কোর্ট। বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। আর উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, মধ্যপ্রদেশের ঘটনা তো রয়েছেই। এগুলি প্রচার করছে তৃণমূল কংগ্রেস। সুতরাং নারী দিবসের প্রাক্কালে তৃণমূল নেত্রীর মিছিল বেশ তাৎপর্যপূর্ণ। এই মিছিলে স্লোগান উঠবে, ‘মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার।’